হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি একটি চিকিৎসা যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্ট (নিতম্বের হাড়) সার্জারির সাহায্যে প্রতিস্থাপন করা হয়। এই সার্জারির মাধ্যমে হিপ জয়েন্ট বাদ দিয়ে কৃত্রিম হিপ জয়েন্ট বসানো হয়। এই কৃত্রিম হিপ জয়েন্ট একটি উন্নত মানের দামি ধাতু।✅
👉হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্ট সরিয়ে ফেলা যাতে রোগীর শারীরিক ব্যথা ও নড়াচড়ার অসুবিধা দূর করা যায়। হিপ জয়েন্ট ক্ষতিগ্রস্ত হবার প্রধান কারণ হল অস্টিওআর্থ্রাইটিস। এই রোগে শরীরের তরুণাস্থি ক্ষয়ে যায়, যার ফলে হাড় ও হাড়ের সন্ধিগুলির স্বাভাবিক কার্যক্ষমতা ক্রমশ লোপ পেতে থাকে।🚨
🎯অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও অন্যান্য যেসব কারণে হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে, সেগুলি হলোঃ
1️⃣ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত
2️⃣ পোস্ট ট্র্ম্যাটিক আর্থ্রাইটিস বা আঘাত পাবার ফলে সৃষ্ট বাত
3️⃣ অস্টিওনেক্রোসিস
4️⃣ হাড় ভেঙে যাওয়া বা সরে যাওয়া
5️⃣ ছোটোবেলায় কোনো আঘাত বা চোট পাওয়া
6️⃣ এঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস (Ankylosing spondylitis)
📌এই উপসর্গগুলি দেখা দিলে চিকিৎসকেরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশনের সুপারিশ করেনঃ
1️⃣ ব্যথার ওষুধ খাওয়ার পরও অসহ্য যন্ত্রনা হওয়া
2️⃣ তরুণাস্থি ক্ষয়ের ফলে কোমরে এবং হিপ জয়েন্টে ব্যথা হওয়া এবং প্রদাহ
3️⃣ হাঁটা চলায় অসুবিধা
4️⃣ অঙ্গপ্রত্যঙ্গের সাধারণ নড়াচড়ায় অসুবিধা
5️⃣ ব্যথা ও অস্বস্তির কারণে ঘুম।না হওয়া
6️⃣ হিপ জয়েন্ট ও কোমরের হাড় শক্ত হয়ে আটকে যাওয়া
🚨 হাটু, কাঁধ ও হিপ জয়েন্ট এর যেকোনো সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন।