অস্টিওআর্থ্রাইটিস কী ?

অস্টিওআর্থ্রাইটিস হলো সন্ধির ক্ষয়জনিত রোগ। নরম কার্টিলেজ বা তরুণাস্থি আমাদের বড় সন্ধিগুলো আবৃত করে রাখে। অস্টিওআর্থ্রাইটিসে সন্ধির এই কার্টিলেজের গাঠনিক বা কোলাজেন বিন্যাস বিশৃঙ্খল হয়। ফলে সন্ধি তার স্থিতিস্থাপকতা হারায় ও কার্টিলেজে ফাটল ধরে। পরবর্তী সময়ে সন্ধির কার্টিলেজ ও হাড়ের ক্ষয় হয় এবং এর আশপাশের কাঠামো আক্রান্ত হয়। 🚨

📌কারা ঝুঁকিতে আছেন?
👉 ওজন বেশি থাকলে।
👉 আঘাত পেলে।
👉 বংশগতভাবে এ সমস্যা থাকলে।
👉 পায়ের শ্রেণিবিন্যাস বাঁকা হলে।

📌লক্ষণ
👉 হাঁটুতে ব্যথা হয়, বিশেষ করে কাজকর্মে, হাঁটাচলায় ব্যথা বাড়ে।
👉 হাঁটুর সন্ধি শক্ত হয়ে পুরোপুরি ভাঁজ করতে না পারা, সন্ধি ফুলে যাওয়া।
👉 টানা অনেকক্ষণ বসে থাকলে ব্যথা বাড়তে পারে।
👉 ভারী কোনো জিনিস বহন করলে ব্যথা করা বা ব্যথা বেড়ে যাওয়া।
👉 সিঁড়ি ভাঙলে হাঁটুতে ব্যথা বেশি অনুভূত হওয়া ও ওপরে উঠতে কষ্ট হওয়া।

🚨 হাটু, কাঁধ ও হিপ জয়েন্ট এর যেকোনো সমস্যায় অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন।
👨‍⚕️ ডাঃ মােঃ আলী ফয়সাল (লিটন)
🔸 আর্থোস্কপি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, অর্থোপেডিক এ্যান্ড ট্রমা সার্জন

Click to Chat